বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন থারাঙ্গা


প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৪ এপ্রিল ২০১৭

টেস্টের পর ওয়ানডে সিরিজও ১-১ ব্যবধানে ড্র। অনেকের কাছে তাই একটা প্রশ্নটা উঁকি দিচ্ছে, তাহলে টি-টোয়েন্টি সিরিজটাও সমতায় (১-১) শেষ হবে? শ্রীলঙ্কা অধিনায়ক উপুল থারাঙ্গা কিন্তু সেটা মনে করছেন না। বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছেন। দুটি টি-টোয়েন্টি ম্যাচই জিততে চান তিনি।

তার মানে, মাশরাফি বাহিনীকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই মাঠে নামবে শ্রীলঙ্কা। স্বাগতিক দলের অধিনায়ককে আশাবাদী করে তুলছে তাদের আগের দুই সিরিজ। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছিল লঙ্কানরা।

থারাঙ্গা বলেন, ‘দেখুন, আমরা দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে হারিয়েছি। পরাস্ত করে এসেছি অস্ট্রেলিয়াকেও। টি-টোয়েন্টি ফরম্যাটে ওই দুই দলই সেরা। বলতে পারেন, আমরা এখন টি-টোয়েন্টিতে অনেক ভালো পর্যায়ে আছি।’

Vision

নিজেদের ‘ভালো দল’ বলার কারণটাও জানিয়ে দিলেন থারাঙ্গা, ‘আমাদের দলে আছে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়। লাসিথ মালিঙ্গা দলে ফিরেছে। নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা ও চামারা কাপুগেদারার মতো অভিজ্ঞরা ভালো করবে বলে আশাবাদী। নতুনরাও ভালো করছে। তাই শ্রীলঙ্কা দল এখন ভারসাম্যপূর্ণ।’

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।