আইপিএল দিয়েই দলে ফিরতে চান রায়না


প্রকাশিত: ০৬:৩২ এএম, ০৪ এপ্রিল ২০১৭

সময়টা ভালো যাচ্ছে না এক সময় ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ সুরেশ রায়নার। দলের সঙ্গে সঙ্গে বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। তবে আসন্ন আইপিএল দিয়ে আবার জাতীয় দলে ফিরতে যান রায়না।

cheer-up

টি-টোয়েন্ট ফরমেটে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান তিনি। আর আইপিএলে তার পারফরম্যান্স তো দুর্দান্ত। ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত ১৪৭ ম্যাচে ৪০৯৮ রান করেছেন চেন্নাই সুপার কিংয়ের এই প্রাক্তন ব্যাটসম্যান। বল হাতেও নিয়েছেন ২৪ উইকেট। তাই আসন্ন আইপিএলে ভাল পারফর্ম করে আবার জাতীয় দলে নিয়মিত হতে যান এই তারকা।

উল্লেখ্য, ২০১৫ সালে অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর টেস্ট দল থেকে বাদ পড়ে যান রায়না। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর একদিনের দল থেকেও বাদ পড়ে যান এই তারকা ব্যাটসম্যান।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।