‘একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এমন ক্রিকেটার দরকার’


প্রকাশিত: ০৪:১০ এএম, ০৪ এপ্রিল ২০১৭

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। মাঝে সব মিলিয়ে টানা সাতটি টি-টোয়েন্টি ম্যাচে কোনো জয় নেই টাইগারদের। র‌্যাং কিংয়ে অবস্থান করছে আইসিসির সহযোগী দেশ আফগানদেরও পেছনে। টি-টোয়েন্টিতে নিজেদের অবস্থা ভালো করতে হলে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এমন ক্রিকেটার দরকার বাংলাদেশের। এমনটাই মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি।

Vision

টেস্ট ও ওয়ানডেতে নিজেদের মেলে ধরতে পারলেও টি-টোয়েন্টি বাংলাদেশের চিত্র ঠিক তার উল্টো। এ অবস্থান থেকে বেরিয়ে আসতে হলে এই ফরমেটে আরও উন্নতি করতে হবে। এ নিয়ে মাশরাফি বলেন, `আমরা দিন দিন উন্নতি করছি কিন্তু যেখানে যেতে চাই, সেখানে যেতে পারিনি। টি-টোয়েন্টিতে নিজেদের আরও ভালো অবস্থানে নিতে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এমন কিছু ক্রিকেটার বাংলাদেশের দরকার।`

গত বছর পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে উঠে বাংলাদেশ। তবে এরপর খেই হারিয়ে ফেলে টাইগাররা। মাশরাফি বলেন, `এশিয়া কাপে সাফল্যের পর বিশ্বকাপেও আমাদের সুযোগ ছিল। তবে বিশ্বকাপে আমরা শেষ করতে পরিনি। ভারত ম্যাচ যদি দেখেন, শেষ দিকে গিয়ে হেরে গেছি। তবে আমরা ভালো করছি।`

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।