মেসির বিষয়ে ঐতিহাসিক ভুল করছে বার্সা!


প্রকাশিত: ০২:০২ পিএম, ০৩ এপ্রিল ২০১৭

বার্সেলোনার সঙ্গে যে চুক্তি রয়েছে লিওনেল মেসির, তাতে হয়তো বড়জোর আর এক মৌসুম খেলতে পারবেন তিনি ন্যু ক্যাম্পে। এরপরই মেসি আর বার্সার থাকবেন না। বার্সা এবং মেসির সমর্থকরা কী এমন একটা কিছু ভাবতেও পারেন? অসম্ভব! এই মুহূর্তে যে মেসিকে ছাড়া বার্সা কল্পনাই করা যায় না! বার্সা কর্মকর্তারা বিষয়টি বুঝতে না পারলেও, পারছেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। তিনি মনে করেন, ‘এখনও যে মেসির সঙ্গে বার্সা চুক্তি করছে না, এটা হতে যাচ্ছে তাদের জন্য ঐতিহাসিক এক ভুল। সময় গেলে হয়তো এই ভুল আর শোধরানো যাবে না।’

বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হবে ২০১৭-১৮ মৌসুমের পরই। এরপর মেসি কী ন্যু ক্যাম্পে থাকবেন নাকি থাকবেন না, সেটা বলা যাচ্ছে না এখনই। কারণ, বার্সেলোনা কর্মকর্তারাও কেন যেন মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে খুব বেশি গড়িমসি দেখাচ্ছে। স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি হার্নান্দেজ একটি টিভি সাক্ষাৎকারে বলেন, ‘বার্সা চায় মেসিকে। মেসিও চায় বার্সাকে। তাহলে কেন এত বিলম্ব হচ্ছে? কেন দ্রুত দুই পক্ষই এ বিষয়ে একটা ঐকমত্যে পৌঁছাচ্ছে না?’

জাভি বিশ্বাস করেন, মেসি নিজে থেকে চায় চুক্তিটা হয়ে যাক। তিনি বলেন, ‘আমি জানি, মেসি বার্সার সঙ্গে চুক্তিটা করে ফেলতে চান। বার্সায় তাকে খুব সুখি মনে হচ্ছে এই মুহূর্তে। অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক পরিণত এবং শান্ত মনে হচ্ছে তাকে।’

জাভি মনে করেন, মেসি ক্লাব পরিবর্তনের কথা ভাবছেনই না। তবে দ্রুতই দুই পক্ষকে চুক্তিতে আসা উচিৎ। তিনি বলেন, ‘আমি মনে করছি না তিনি ক্লাব পরিবর্তন করবেন। তবে আমাদেরকে খুব দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’

যদি কোনো কারণে বার্সা চুক্তি করতে সময় নেয় এবং তাতে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা হবে বার্সার জন্য ঐতিহাসিক এক ভুল। জাভি বলেন, ‘বার্সা যদি মেসির চুক্তি নবায়ন না করে, তাহলে সেটা হবে ঐতিহাসিক এক ভুল। লিও (মেসি) হচ্ছেন ইতিহাসের সেরা এক ফুটবলার। যখন তিনি অবসর নেবেন, তখনই হয়তো বোঝা যাবে ফুটবল বিশ্ব কী হারিয়েছে এবং কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তিনি।’

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।