জব্বারের বলিখেলায় মেলা না বসানোর সিদ্ধান্ত পুলিশের
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলিখেলা উপলক্ষে এবার কোনো ধরনের মেলা করতে পারবেনা এমন সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ঝুঁকি এড়াতে নগর পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ২৫ এপ্রিল বলিখেলার দিন নির্ধারিত হয়েছে। তবে বলিখেলার আয়োজন করা গেলেও কোনো ধরনের মেলার আয়োজর করা যাবে না বলে আয়োজকদের জানিয়েছে নগর পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার জানিয়েছেন, বলিখেলা যথানিয়মে লালদিঘির মাঠে অনুষ্ঠিত হবে। কিন্তু, নিরাপত্তার ঝুঁকি এড়াতে এবার কোনো ধরনের মেলা বসতে পারবে না। নির্বাচন নিয়ে এমনিতেই ঝামেলায় আছি। এ অবস্থায় মেলা সামাল দেয়া পুলিশের পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি।
এসএস/এমএএস/আরআইপি