বাংলাওয়াশ করতে প্রয়োজন ২৫১ রান


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২২ এপ্রিল ২০১৫

ভালো সূচনা করেও বাংলাদেশের বোলারদের বোলিং আঘাতে শেষ পর্যন্ত ২৫০ রানেই থেমে গেলো পাকিস্তানের ব্যাটিং। টাইগার অধিনায়ক মাশরাফি, সাকিব আল হাসান ও রুবেল হোসেনের বোলিং এর সামনে যেন দাঁড়াতেই পারলেন না পাকিরা।

এর আগে বাংলাওয়াশ এড়াতে টসে জিতে সতর্কভাবে ব্যাটিং শুরু করে পাকিস্তান। ওপেনিং জুটিতে অধিনায়ক আজহার আলী ও সামি অাসলাম ভালো করার আভাসই দিয়েছিলেন। কিন্তু ১৮তম ওভারের শেষ বলে আঘাত হানেন নাসির হোসেন। তার আঘাতে ফিরে যান প্রথম ম্যাচ খেলতে নামা সামি আসলাম। নাসিরের বল উইকেটরক্ষক মুশফিকুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫০ বলে ৪৫ রান করেন তিনি। সামি আসলামের বিদায়ে পর ব্যাটিংয়ে নামা মোহাম্মদ হাফিজও দ্রুত বিদায় নেয়।

এরপর অধিনায়ক আজাহার করা সেঞ্চুরিতে বড় স্করের আশা জাগিয়ে তুললেও ১০১ রানেই সাজঘরে ফেরে যান তিনি। এরপর আর কেউ টাইগারদের সামনে ব্যাট হাতে দীর্ঘ সময় দাড়াতে পারেননি। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ২৫০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

এক ম্যাচ অর্থাৎ আজকের ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করা বাংলাদেশের লক্ষ্য এখন ২৫১ রান। আর ২৫১ রানের টার্গেট জয় করতে পারলেই বাংলাদেশ পাকিস্তানকে বাংলাওয়াশ করার গৌরব অর্জন করবে।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।