বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতেও থাকছেন না ম্যাথিউজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ০২ এপ্রিল ২০১৭

টেস্ট দলেই তার ফেরার কথা ছিল। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় চিকিৎসকরা জানিয়েছিলেন, অ্যাঞ্জেলো ম্যাথিউজের পুনর্বাসন প্রক্রিয়া আরও চলবে। সেই পুনর্বাসন প্রক্রিয়া আরও লম্বা হয়।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলেও ছিলেন না শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক ম্যাথিউস। তার পরিবর্তে লঙ্কানদের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন অভিজ্ঞ ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।

এবার লঙ্কান দলের ক্রিকেট ম্যানেজার অশাঙ্ক গুরুসিনহা জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলেও ম্যাথিউজের থাকার সম্ভাবনা কম। বলেন, ‘এই মুহূর্তে আমি মনে করি, অ্যাঞ্জেলো (ম্যাথিউস) টি-টোয়েন্টি খেলবে না। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ আসলেও আসতে পারে। সত্যি বলছি, এ নিয়ে আমার সন্দেহ আছে। ফিজিও এবং ট্রেনারের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। শতভাগ ফিট না হলে অ্যাঞ্জেলোকে আইপিএলেও খেলতে দেব না।’

Vision

প্রসঙ্গত, ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ম্যাথিউজ। ইনিংসের ১৯তম ওভারে ব্যাটিংয়ের সময় দৌড়ে রান নিতে গিয়ে চোট পান তিনি। তার ব্যাট থেকে আসে অপরাজিত ৫৪ রান। ম্যাচটিতে ৩ উইকেটে জয় শ্রীলঙ্কা। ম্যাচসেরা হন ম্যাথিউজ।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।