বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা : নতুন মুখ সাইফউদ্দিন


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০১ এপ্রিল ২০১৭

ওয়ানডে সিরিজ শেষ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র হয়েছে ১-১ ব্যবধানে। এবার টিম বাংলাদেশের মিশন টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের ঘোষিত সে স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

সাইফউদ্দিনের পরিচয় একজন অলরাউন্ডার হিসেবে। বোলিংয়ের কাজটা করেন; পারেন সপাটে ব্যাট চালাতেও। ইমার্জিং কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন তিনি। আজ যে ম্যাচে বাংলাদেশ দল শ্রীলঙ্কার কাছে হেরে গেছে, ওই ম্যাচে খেলেছেন সাইফউদ্দিন। ব্যাট হাতে করেছেন ৩৭ রান। বল হাতে ৮ ওভারে দুটি মেডেনসহ ৪৫ রান দিয়ে একটি উইকেটও লাভ করেছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচ খেলেছেন সাইফউদ্দিন। ৪৮টি উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৩৩ রান যোগ করেছেন নামের পাশে। ঘরোয়া লিগে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পকেটে পুরেছেন ৯ উইকেট। রান করেছেন ২২; যার মধ্যে রয়েছে সর্বোচ্চ ১৮* রানের ইনিংস! এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ২০ বছর বয়সী এই অলরাউন্ডার।

Visio

এদিকে মেহেদী হাসান মিরাজও প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। এর আগে টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ১৯ বছরের এই যুবা। টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন ঘরোয়া লিগে আলো ছড়ানো সানজামুল হকও।

প্রসঙ্গত, আগামী ৪ এপ্রিল মাঠে গড়াবে দুই ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি; অনুষ্ঠিত হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৬ এপ্রিল।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।