ভারতীয় মেয়ের প্রেমে দেশ ছাড়লেন পাকিস্তানি ক্রিকেটার
জন্মসূত্রে শুধু নয়, ক্রিকেটেও ভারত-পাকিস্তানের বৈরিতা সুবিদিত। সেই পাকিস্তানেরই এক ক্রিকেটার ঘর ছেড়ে দেশান্তরি হলেন কি না এক ভারতীয় মেয়ের প্রেমে পড়ে।
ইমরান তাহিরের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল পাকিস্তানেই। ১৯৯৮-এ পাকিস্তান অনুর্ধ্ব ১৯ এর হয়ে দক্ষিণ আফ্রিকার জুনিয়র দলের সাথে খেলতে গিয়েই জীবনটা পাল্টে গেল ইমরানের। দেখা হয়ে গেল ভারতীয় কন্যা সৌম্যার সাথে। কথা বললেন তারা। আর প্রথম আলাপেই পরস্পরের প্রেমে হাবুডুবু।
কিন্তু সীমান্ত যে প্রেমের পথেও কাঁটা হয়ে আছে। কূটনৈতিকভাবে পাকিস্তানি ছেলে ইমরানের রয়েছে ভারতীয় মেয়ে সৌম্যাকে বিয়ে করার ওপর নিষেধাজ্ঞা।
এবার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিলেন ইমরান। আবেদন করলেন দক্ষিণ আফ্রিকার নাগরিকত্বের জন্য। অবশেষে ২০০৬ এ আবেদন মঞ্জুর হলো তার। ইমরান দক্ষিণ আফ্রিকায় গিয়ে বিয়ে করলেন তার প্রেয়সীকে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও লুফে নিল ইমরানের মতো ক্রিকেটারকে। এখন তিনি সেদেশেরই সম্পদ।
এবছর ইমরান-সৌম্যা দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র জিবরান। ইমরান-সৌম্যা আর জিবরান দেশ-জাতি আর সংঘাতের উর্দ্ধে প্রেমের বিজয়ের এক দৃষ্টান্ত হয়ে সুখের সংসার করছেন।
এসআরজে