দলবদলের আনুষ্ঠানিকতা শুরু


প্রকাশিত: ০৯:০৩ এএম, ০১ এপ্রিল ২০১৭

আশি-নব্বইয়ের দশক হলে আজকের দিনে ক্রীড়ামোদীদের দৃষ্টি থাকতো মতিঝিলের বাফুফে ভবনে। ফুটবলাররা কে কোন ক্লাবে যাচ্ছেন, প্রথমদিন কারা আসছেন দলবদল করতে-এসব আলোচনাই থাকতো চায়ের টেবিলে। আজ ফুটবলারদের দলবদল শুরু। ফুটবল এখন অতীতের কঙ্কাল বলে আলোচনায়ও নেই। ঘরোয়া ফুটবলের সবচয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাসব্যাপী দলবদল শুরু হলেও কোথাও কোনো গল্প নেই তার। স্টেডিয়ামপাড়ায় নেই বড় ক্লাবগুলোর সমর্থকদের সেই জটলাও।

অনেক আগেই গোপনে ঘর গুছিয়ে ফেলেছে বেশিরভাগ ক্লাব। এখন শুধু আনুষ্ঠানিকতার পালা। মাসব্যাপী সেই আনুষ্ঠানিকতাই শুরু হয়েছে শনিবার। ফুটবলারদের নিবন্ধন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এই প্রথম প্রফেশনাল ফুটবলের দুই স্তরের খেলোয়াড়দের নিবন্ধন হচ্ছে একই সঙ্গে-প্রিমিয়ার লিগের পাশপাশি চলছে চ্যাম্পিয়নশিপ লিগেরও দলবদল।

প্রিমিয়ার লিগে এবার বিদেশি কোটা কমেছে। গত মৌসুমে ক্লাবগুলো চার বিদেশি নিবন্ধন করিয়ে মাঠে নামাতে পেরেছে ৩ জন। এবার নিবন্ধন সর্বোচ্চ ৩ জন। মাঠে থাকতে পারবেন ২ জন। তবে বিদেশির পরিবর্তে বিদেশি নামাতে পারবে ক্লাবগুলো।

এ সিদ্ধান্ত নিয়ে দ্বিমত আছে ক্লাবগুলোর। `এবার দল বেড়েছে, ভালো দলও বানাচ্ছে বেশ কয়েকটি ক্লাব। এমনিতেই আমাদের কোয়ালিটি খেলোয়াড়ের সংখ্যা কম। তাই হুট করে বিদেশি কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার আগে আরো ভাবা উচিত ছিল লিগ কমিটির। তাছাড়া বিদেশি কোটা কমানোর বিষয়ে ক্লাবগুলোর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এমন কি সিদ্ধান্তটাও অফিসিয়ালি জানানো হয়নি। আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি`-বলেছেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান।

নিরুত্তাপ দলবদলে যতটুকু আলোচনা তা নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবকে ঘিরে। গত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ দলটি প্রথমবারের মতো উঠেছে শীর্ষ লিগে। অভিষেকে ভালো ফলাফল পেয়ে শক্তিশালী দলও বানাচ্ছে তারা। আবাহনীর ৫ খেলোয়াড় দলে নিশ্চিত করেছে নবাগতরা। যদিও ওই ৫ জনের বিরুদ্ধে শস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আবাহনী। বর্তমান চ্যাম্পিয়ন দলটি তাদের নিষিদ্ধ করেছে এক বছরের জন্য। আরিফুল, তপু বর্মন, শাকিল, হেমন্ত, জুয়েলের ভাগ্য বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির হাতে।

আরআই/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।