নাসিরের ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৫:১৫ এএম, ০১ এপ্রিল ২০১৭

ফাইনালের লক্ষ্য নিয়ে টস জিতে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারছে না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। লঙ্কান বোলারদের বোলিং তোপে শুরুতেই চাপে পড়েছে মুমিনুলবাহিনী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯৫ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে শুরু থেকেই নজর কাড়া আফিফ মূল টুর্নামেন্টে এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আজমির আহেমদের পরিবর্তে ওপেন করতে নেমে টাইগারদের হতাশ করেন এই তারকা। ব্যক্তিগত ৮ রানে ফিরে যান এই তারকা। এরপর টানা দুই বলে মুমিনুল ও শান্তকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করেন লঙ্কান পেসার ফার্নান্দো।

চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সাইফ। ব্যক্তিগত ১৫ রান করে মিঠুন সাজঘরে ফিরে গেলে শেষ হয় এই দুইজনের ২৬ রানের জুটি। পড়ে সাইফের সঙ্গে জুটি গড়েন নাসির। এদের জুটি থেকে আসে ৩১ রান।

তবে নিজের ইনিংস খুব বেশি বড় করতে পারেননি সাইফ। ব্যক্তিগত ৩২ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পাওয়া নাসিরের ব্যাটের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।