আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে বাংলাদেশ


প্রকাশিত: ১২:২৭ পিএম, ৩১ মার্চ ২০১৭

ডাম্বুলায় প্রথম ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং কি ফিল্ডিং, তিন বিভাগেই দারুণ আগ্রাসী ছিলেন মাশরাফিরা। আর তাতে সাফল্যও ধরা দিয়েছিল। বড় জয়ে সিরিজে এগিয়ে যায় দলটি। তাই সিরিজ নির্ধারণী ম্যাচেও কাল (শনিবার) আক্রমণাত্মক ক্রিকেটই খেলবেন বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আগামীকাল কলম্বোয় সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে মাঠে নামার আগে তাই বার বারই একই প্রশ্ন শ্রীলঙ্কার বিপক্ষে কি পরিকল্পনায় খেলবে টাইগাররা। প্রথম ম্যাচের মত আগ্রাসী ক্রিকেট খেলবে না কি কিছুটা সতর্ক অবস্থান নেমে মাশরাফিরা।

সংবাদ সম্মেলনে এ নিয়ে মাশরাফি বলেন, ‘সতর্ক থেকে খেলা খুব কঠিন। কারণ সতর্ক থেকে খেললে আপনি আপনার সেরাটা খেলতে পারবেন না। হয় আপনাকে রক্ষণাত্মক খেলতে হবে অথবা আক্রণাত্মক থাকতে হবে। রক্ষণাত্মক থাকলে আপনি ক্রিকেট ম্যাচ জিততে পারবেন না। রিল্যাক্স থাকাটা খুব জরুরি। টেস্ট-ওয়ানডে মিলিয়ে দল এখানে টানা দুই ম্যাচ জিতেছে। যে পরিকল্পনায় আমরা খেলেছি, সেই পরিকল্পনায় খেলাটা খুব জরুরি। আমি সব সময়ই চাইবো আক্রমণাত্মক ক্রিকেটটাই যেন আমরা খেলতে পারি।’

Vision

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে পেরেছিলেন মাশরাফিরা। সিরিজের শেষ ম্যাচেও একই রকম করতে চান অধিনায়ক, ‘এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের নিজেদের সেরা চেষ্টা করবো। আশা করি, আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবো।’

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।