নেইমারকে কেনা অসম্ভব!


প্রকাশিত: ১০:২৯ এএম, ৩১ মার্চ ২০১৭

বেশ কিছুদিন ধরেই গুজব শোনা যাচ্ছিল নেইমারকে দলে ভেড়াতে যত অর্থই লাগুক তা দিতে রাজি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ক্লাবটির কোচ হোসে মরিনহোর মনে করেন, নেইমারকে দলে ভেড়ানো ‘অসম্ভব’।

মরিনহো বলেন, `ক্লাবের সঙ্গে আমি সময় বাস্তবমুখী কথা বলতে চাই। অযৌক্তিক কোন কিছু নিয়ে কথা বলতে চাই না। নেইমারের বিষয়টি অযৌক্তিক। বার্সেলোনার মতো একটি ক্লাব নেইমারকে হারাবে না, হারাতে পারে না।’

মেসির পর নেইমারই বার্সার সেরা খেলোয়াড় হবে উল্লেখ করে মরিনহো আরও বলেন, মেসি আরো কয়েক বছর তরুণদের মতোই খেলে যাবে। ৩০ বছর বয়সেও সে দারুণ খেলে যাচ্ছে। আর মেসির অবসরের পর বার্সার সেরা খেলোয়াড় হবে নেইমার। আমি মনে করি এটা নেইমারকে দলে ভেড়ানো নিরাপত্তার মধ্যে সিন্দুক ভাঙার মতো। এটা অসম্ভব।’

উল্লেখ্য, চলতি মৌসুমে বার্সার হয়ে সব মিলিয়ে ১৪ গোল করেছেন নেইমার।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।