শেষ ম্যাচে বুধবার মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান


প্রকাশিত: ০১:১১ পিএম, ২১ এপ্রিল ২০১৫

টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এবার পাকিস্তানকে বাংলাওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে বুধবার মাঠে নামবে বাংলাদেশ।

তাই বুধবারের  ম্যাচটি হয়ে উঠেছে প্রথমবারের মতো পাকিস্তানকে বাংলাওয়াশ করার চ্যালেঞ্জ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে।

সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের অনায়াসে জয় তুলে নেওয়ায় আগামীকালও ফেবারিট হিসেবেই নামবে স্বাগতিকরা। অসাধারণ টিম স্পিরিটের সঙ্গে ঘরের মাঠের এই সিরিজে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি-ফর্মে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। দুটি ম্যাচেই টানা সেঞ্চুরি করে গড়েছেন ইতিহাস।

এছাড়া ফর্মের তুঙ্গে আছেন নির্ভরতার প্রতীক হয়ে ওঠা মুশফিকুর রহিমও। আর নেতৃত্বে নিজের সেরা সময়ে ক্যাপ্টেন মাশরাফি। তবে ফিরে এসে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে  শেষ চেষ্টা করবে পাকিস্তানীরাও।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।