সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ৩০ মার্চ ২০১৭

ইমার্জিং টিম এশিয়া কাপে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হলে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। তবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইয়ের সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়তে হয় মুমিনুল হকদের।

এর ফলে গ্রুপ রানার্সআপ হওয়ায় সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে পেয়েছে বাংলাদেশ। আগামী শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এদিকে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়েছে আফগানিস্তান। ফলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আইসিসির সহযোগী এ দেশটি। একই দিনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আরটি/এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।