খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, তেজগাঁও থানায় বিএনপির মামলা


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২১ এপ্রিল ২০১৫

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার চালানোর সময় রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা করেছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক প্রধান সমন্বয়কারী রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করেন।

তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক রজমান আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা নং ৪০। 

রজমান আলী জাগো নিউজকে জানান, মামলায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার বিকেলে বিএনটি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার একাধিক নেতাকর্মী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার চালাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গেলে একদল সন্ত্রাসী তার গাড়িবহরে হামলা চালায়। এ ঘটনায় খালেদা জিয়ার নিরাপত্তা কর্মীসহ (সিএসএফ) অনেকেই আহত হন।



এআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।