গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের প্রয়োজন ২৩৪


প্রকাশিত: ০৭:২৮ এএম, ৩০ মার্চ ২০১৭

প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে ঘরের মাঠে ইমার্জিং টিম এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করেছে আগেই। এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন। আর সেই লক্ষ্যে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মুমিনুল-নাসিরদের করতে হবে ২৩৪ রান।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে বোলিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশি বোলার সাইফ উদ্দিন ও নাইম হাসান। দলীয় ৪৫ রানেই ফিরিয়ে দেন পাকিস্তানের প্রথম ৪ উইকেট। আগের দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া ইমাম-উল-হক (১৩) ও ইমরান বাটকে (১) ফিরিয়ে জোড়া আঘাত হানেন সাইফ।

এরপর মোহাম্মদ রিজওয়ান (১২) ও জাহিদ আলিকে (০) সাজঘরে ফেরান নাইম হাসান। তবে পঞ্চম উইকেটে হাম্মাদ আজমকে নিয়ে দলের হাল ধরেন হারিস সোহেল। দুইজনে মিলে গড়েন ৮৬ রানের জুটি। আউট হওয়ার আগে হারিস সোহেলের ব্যাট থেকে আসে ৬৩ রান। আর শেষ দিকে হুসাইন তালাত ৫৭ রান করলে ২৩৩ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে সাইফ উদ্দিন নেন ৩ উইকেট। এছাড়া নাইম হাসান ও নাসুম আহমেদ নেন ২ টি করে উইকেট।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।