ভোলা-মেহেরপুরকে সতর্ক করল বাফুফে


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৮ মার্চ ২০১৭

‘আয় খেলি’-জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের ক্ষেত্রে এমন ধারায়ই চলে আসছে বাফুফে। এবার সে ধারা থেকে বেরিয়ে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি জাতীয় অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল অনেকটা সময় নিয়েই।

দলগুলোর বয়স নির্ধারণ থেকে শুরু করে তাদের কিছুদিনের অনুশীলনের ব্যবস্থাও করেছিল বাফুফে। তারপরও ওয়াক-ওভার নামক জেলাগুলোর পুরনো রোগ নিরাময় হয়নি। শেষ হওয়া অনূর্ধ্ব-১৮ জাতীয় চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বে ওয়াক-ওভার দিয়েছে ভোলা ও মেহেরপুর।

খেলার চেয়ে ভোটের রাজনীতি মুখ্য বলে ক্লাব ও জেলার কাছে সবসময়ই নতজানু থাকে বাফুফে। যে কারণে অপরাধ করেও পার পেয়ে যায় ক্লাব বা জেলাগুলো। ভোলা আর মেহেরপুর তার সর্বশেষ উদাহরণ। খেলার মাঠে অনুপস্থিত থেকে বাইলজের নিয়ম ভাঙার পরও এ দুটি জেলার বিরুদ্ধে সতর্ক চিঠি দেয়ার বেশি কিছু করার সাহস দেখায়নি বাফুফে। এ সতর্কতামূলক চিঠি বাফুফের ‘সাপ-লাঠি’ দুটোকেই হেফাজতে রাখার কৌশল বলেই মনে করছেন অনেকে।

আরআই/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।