নৌডুবি : জরুরি বৈঠকে বসছেন ইইউ পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীরা


প্রকাশিত: ১১:৩৮ এএম, ২০ এপ্রিল ২০১৫

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌযানডুবির পর লুক্সেমবার্গে জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীরা। ইউরোপের দক্ষিণাঞ্চলের কোনো কোনো দেশ বলেছে, অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা থেকে সরে আসার জন্য গতবছরের সিদ্ধান্তে ইইউ’র সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

লিবীয় উপকূলে রোববার অভিবাসী বহনকারী নৌযানডুবিতে কয়েকশ’ লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘ বলছে, উত্তর আফ্রিকা-ইতালি রুটটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথ হিসেবে বিবেচিত হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ৭০ ফুট দীর্ঘ নৌযানটিতে ৭শ’ অভিবাসী ছিল। এদের মধ্যে মাত্র ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ইতালির এক উপকূলরক্ষী জানান, মাল্টায় এ পর্যন্ত ২৪টি কফিন এসে পৌঁছেছে।

এদিকে বৈঠকের প্রাক্কালে ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফ্রেদ্রেরিকা মোগহেরিনি বলেন, সমস্যার সহজ কোনো সমাধান নেই। তিনি বলেন, কাজের ক্ষেত্রে আমাদের কিছু রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব রয়েছে। ভূমধ্যসাগর আমাদের। আমাদের ও ইউরোপীয়দের এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ মানবাধিকার রক্ষার লক্ষ্যেই ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছে।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।