বাংলাদেশ সফরে ক্ষতিপূরণ চাইবে পাকিস্তান


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ২৮ মার্চ ২০১৭

চ্যাম্পিয়ন ট্রফির আগে বাংলাদেশকে লাহোরে গিয়ে খেলার আমন্ত্রণ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে কোন ইতিবাচক সাড়া না পাওয়ায় জুলাইতে পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছে পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান।

বোর্ড প্রেসিডেন্ট শাহরিয়ার খান জানিয়েছেন, ‘আমরা সম্প্রতি বাংলাদেশে দুইবার সফর করেছ। আবারো সফরের বিষয়টি আমরা ভেবে দেখবো। আর বিসিবি যদি পাকিস্তানকে বাংলাদেশ সফরে নিতে চায় আমরা হয়তো আর্থিক ক্ষতিপূরণ চাইব।’

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল লাহোরে সফল ভাবে আয়োজন করার পর বাংলাদেশকে ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আমন্ত্রণ দেয় পাকিস্তান। তবে এ মুহূর্তে পাকিস্তানের যাওয়ার কোন পরিকল্পনা নেই বলে তাদের জানিয়েছেন বাংলাদেশের মুখপাত্র।

উল্লেখ্য, পিএসএলের ফাইনালে আটজন বিদেশি তারকা খেলতে গিয়েছিল পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ থেকে এনামুল হক বিজয়ও খেলেছেন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।