বলিভিয়ার বিপক্ষে প্রথম একাদশে নেই আগুয়েরো


প্রকাশিত: ০৩:০৯ এএম, ২৮ মার্চ ২০১৭

সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর। চিলির বিপক্ষের ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন এই তারকা। এবার তাই বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম একাদশের হয়ে মাঠে নামা হচ্ছে না ম্যান সিটির এই তারকার।

এদিকে চিলির বিপক্ষের ম্যাচে হলুদ কার্ড দেখায় এ ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না হিগুয়েইন, ওটামেন্দি, মাসচেরানো ও লুকাস বিগলিয়া। আর চোটের জন্য মাঠে নামা হচ্ছে না গাব্রিয়েল মের্কাদো ও এমানুয়েল মাস।

এদিকে বলিভিয়ার মাঠে মেসি-ডি মারিয়াদের রেকর্ড খুব বেশি ভালো না। শেষ তিনটি ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। তবে এ ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাউজা।

সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন `বলিভিয়ার মাঠে জেতাটা কঠিন, উচ্চতাও একটা বাধা। তবে এবার আমরা জিততে চাই।  আর উচ্চতা সমস্যাটা দেখা দেয় ম্যাচের শেষ ২০ মিনিটে। দেখা যাক শারীরিকভাবে আমরা কিভাবে মানিয়ে নিতে পারি।`

উল্লেখ্য, ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। আর ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে বলিভিয়া।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।