‘সিনিয়রদের অনুপ্রেরণায় অভিষেকের কথা ভুলেই গিয়েছিলাম’


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৬ মার্চ ২০১৭

টেস্ট সিরিজের পর দেশে ফিরে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। হঠাৎই আবার তাকে দলে ফিরিয়ে নেয়া হলো। শুধু তাই নয়, মিরাজের অভিষেকও হয়ে গেলো ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে। অভিষেকেই মিরাজ প্রমাণ করলেন, তাকে কেন হঠাৎ উড়িয়ে আনা হলো ঢাকা থেকে। তরুণ মিরাজের খেলা দেখে মনেই হয়নি, তার অভিষেক হয়েছে এই ম্যাচে। দারুণ পারফরম্যান্স করেছেন। মিরাজই একমাত্র বোলার, যিনি ১০ ওভার পুরোপুরি বোলিং করেছেন।

Babuউইকেটে নিয়েছেন দুটি; কিন্তু মাঠের মিরাজকে কোনোমতে মনেই হয়নি, তিনি অভিষেক ম্যাচ খেলছেন। দারুণ পরিণত এক ক্রিকেটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল নিজেই বলেছেন, ‘মিরাজকে দেখে আমি যারপরনাই মুগ্ধ। তার সাহস, প্রতিভা এবং চাল-চলণ দেখে মনেই হয়নি এই ম্যাচে অভিষেক হয়েছে। আমার বিশ্বাস অনেক দুর যেতে পারে সে।’

ম্যাচের পরদিন আজ টিম হোটেল আলিয়া রিসোর্টে বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মিরাজ। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, তামিমের মন্তব্যের বিষয়ে যে, তিনি বলেছেন, মিরাজের খেলা দেশে আমার মনেই হয়নি, তার অভিষেক হয়েছে।

এ ব্যাপারে মিরাজ বলেন, ‘এ ব্যাপারে অবশ্যই আমি সিনিয়দের ধন্যবাদ দেবো। তাদেরকে সব কৃতিত্ব দেবো। তারা আমাকে খুব সমর্থণ দিয়েছেন। একটু নার্ভাস ছিলাম। কিন্তু সিনিয়রদের সমর্থনের কারণে সেই নার্ভাসনেস কেটে গেছে।’

Vision

ওয়ানডে অভিষেক হওয়ার পর মিরাজ বুঝলেন টেস্টের সঙ্গে এই ফরম্যাটের পার্থক্যের কথা। তিনি নিজেই সেটা জানালেন, ‘টেস্টে লম্বা সময় থাকে, অনেক কিছু ভাবা যায়, পরিকল্পনা করা যায়। ওয়ানডেতে কিন্তু সে রকম সময় থাকে না। এখানে সময় কম। এ জন্যই আমি মুশফিক ভাই, তামিম-সাকিব ও রিয়াদ ভাই এবং মাশরাফি ভাইকে ধন্যবাদ দিতে চাই। তারা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। এ কারণে অভিষেকের কথা ভুলেই গিয়েছিলাম। মনেই হয়নি আমি প্রথম খেলছি। কোনো চাপই ছিলো না।’

খেলার পর মিরাজের পারফরম্যান্সে সবাই খুশি। ফোন করে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে। মিরাজ নিজেই বলেন, ‘খেলার পর সবাই ফোন করেছে। দল জিতেছে, আমি ভালো করেছি; ফলে বাবা- মা অনেক খুশি হয়েছে।’

এআরবি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।