এ জয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে : নান্নু


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৬ মার্চ ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে ৯০ রানের বড় ব্যবধানে জয় তুলে সিরিজে এগিয়ে যায় টাইগাররা। এমন জয়ে পরের ম্যাচগুলোতে ক্রিকেটাররা আরও আত্মবিশ্বাসী থাকবে বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রোববার মিরপুরের একাডেমি মাঠে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। সে ম্যাচের মধ্যাহ্ন বিরতিতে আলাপকালে নান্নু বলেন, ‘আমি এই জয়কে অবশ্যই বড় করে দেখি। আর একটা সিরিজের প্রথম ম্যাচ জিতে গেলে কিন্তু সাহস বেড়ে যায়। প্রথম ম্যাচে জয় পাওয়া ক্রিকেটারদের আত্নবিশ্বাস বেড়েছে। এ জয় আমাদের ক্রিকেটারদের মাথা উঁচু করে দাঁড়াতে সাহস যোগাবে।’

ডাম্বুলায় এর আগের ইতিহাস সবসময়ই শ্রীলঙ্কার পক্ষেই ছিল। সেখানে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে টাইগাররা। এতে করে সিরিজ জয়ের আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন নান্নু। তাই আশা করছেন সিরিজ বাংলাদেশের পক্ষেই থাকবে।

Vision

‘ডাম্বুলার মতো জায়গায় সব সময় ইতিহাস লঙ্কানদের পক্ষেই ছিলো। সে দিক থেকে বললে, এই জয় আমাদের আরো ভালো খেলার উৎসাহ যোগাবে। এখন খেলোয়াড়রা দারুণ আত্মবিশ্বাসী, সেই দিক চিন্তা করে বললে এই সিরিজটা কোনভাবে হাতছাড়া হওয়ার কারণ দেখছি না।’

টেস্ট সিরিজের পর মেহেদী হাসান মিরাজকে দেশে ফিরিয়ে আনলেও ওয়ানডে সিরিজের আগে হঠাৎ করেই তাকে দলে নেওয়া হয়। আর দলে সুযোগ পেয়ে আস্থার প্রতিদানও দিয়েছেন মিরাজ। পরের ম্যাচে মিরাজের মত নতুন চমক আছে কি না জানতে চাইলে নান্নু বলেন, ‘আপাতত নেই, তবে দ্বিতীয় ওয়ানডের পর হয়তো চিন্তা করবো।’

আরটি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।