ফেদেরার-সেরেনাকে ছাড়িয়ে গেলেন সাকিব


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২৬ মার্চ ২০১৭

তিনজনই ক্রীড়া জগতের তারকা। টেনিসের দুই তারকা রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। আর সাকিব আল হাসানের তারকা খ্যাতি ক্রিকেট খেলে। যেহেতু তিনজনই খেলাধুলার সঙ্গে আছেন; তাই বিভাগ ভিন্ন হলেও তুলনা তো আসবেই। আসলও।

তুলনাটা মূলত শ্রেষ্ঠত্বের মুকুটের স্থায়ীত্ব নিয়ে। কে কত সময় শীর্ষস্থান দখল করে রেখেছেন? আর শ্রেষ্ঠত্বের মুকুটের স্থায়ীত্বের সেই তুলনায় টেনিসের দুই কিংবদন্তি সুইজারল্যান্ডের ফেদেরার ও যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান।

আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তিন বিভাগেই শীর্ষে আছেন সাকিব আল হাসান। সর্বশেষ রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে টেস্টের অলরাউন্ডারের এক নম্বর জায়গা দখলে নেন সাকিব। ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একসঙ্গে তিন ফরম্যাটে অলরাউন্ডার তালিকায় শীর্ষে ওঠার কীর্তি গড়েন বাংলাদেশি এই তারকা।

ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় সবচেয়ে বেশি সময় ধরে শীর্ষে আছেন সাকিব; সময়টা ৩২৪ সপ্তাহ। টেনিসের মহিলা র‌্যাংকিংয়ের  শীর্ষে সেরেনা উইলিয়ামস ছিলেন ৩১৬ সপ্তাহ। আর রজার ফেদেরার টেনিসের পুরুষ র‌্যাংকিংয়ে সবার ওপরের স্থানে ছিলেন ২৩৭ সপ্তাহ।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।