ওয়ানডেতে মিরাজের প্রথম উইকেট


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৫ মার্চ ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম যখন ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি); তখন ১৬ সদস্যের সেই স্কোয়াডে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। টেস্ট সিরিজ শেষে ফিরে যান বাংলাদেশে। ইমার্জিং কাপে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন।

হঠাৎ শ্রীলঙ্কা থেকে খবর এলো- মিরাজকে যেতে হবে সেখানে। খেলতে হবে ওয়ানডে সিরিজে। মূলত শ্রীলঙ্কা দলে বাঁহাতি ব্যাটসম্যানদের উপস্থিতি বেশি বলেই তাকে ওয়ানডে দলে নেয়া। প্রস্তুতি ম্যাচ শেষেই নাকি কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দলে চেয়েছেন মিরাজকে।

হ্যাঁ, সিরিজের প্রথম ওয়ানডেতেই মিরাজের ওয়ানডে অভিষেক হলো। বোলিংয়ের সূচনা করেন মাশরাফি। অপরপ্রান্তে বোলিং করেন মিরাজ। মাশরাফির করা প্রথম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন দানুশকা গুনাথিলাকা। ওই ওভারে মাশরাফি কোনো রানই দেননি। টাইগার অধিনায়ক রান দেননি পরের ওভারেও।

Vision

তবে মিরাজ তার প্রথম ওভারে খরচ করেন ৬ রান। পরের ওভারে দিয়েছেন দুই রান। নিজের তৃতীয় ওভারে সফলতা পান মিরাজ। ওই ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে ফেরান সাজঘরে। মিরাজের বলটি উড়িয়ে মারতে গিয়ে লংঅনে পরিবর্তিত ফিল্ডার শুভাগত হোমের তালুবন্দি হন মেন্ডিস।

ওয়ানডে অভিষেকেই উইকেটের দেখা পেলেন মিরাজ। এখন দেখার বিষয়, টেস্টের মতো ওয়ানডে অভিষেকটা রাঙাতে পারেন কিনা ১৯ বছরের এই যুবা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভারে ১৪ রান দিয়েছেন; উইকেট শিকার একটাই।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।