প্রথম দুই ওভারই মেডেন নিলেন মাশরাফি


প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৫ মার্চ ২০১৭

বয়স ৩৪ ছুঁইছুঁই। এ বয়সেও বল হাতে কম যান না মাশরাফি বিন মর্তুজা। তার প্রমাণ রেখে চলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও যেন চিরচেনা মাশরাফি। প্রথম দুই ওভারে কোনো রানই দিলেন না। অর্থাৎ ওই দুই ওভারে মেডেন নিয়েছেন। তখন তার বোলিং ফিগার এমন; ২-২-০-১!

এর মধ্যে প্রথম ওভারের তৃতীয় বলে একটি উইকেটও পেয়েছেন মাশরাফি। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকাকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে দুটি মেডেনসহ ১২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মাশরাফি। শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২৭ রান।

Vision

এদিকে রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩২৪ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য লঙ্কানদের সামনে ৩২৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছেন টাইগাররা।

তামিমের ১২৭ রানের ইনিংসটাই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। ১২৪ বল মোকাবেলা করে ১৫টি চার ও একটি ছক্কায় সাজান ইনিংসটি। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান করেছেন সাকিব আল হাসান। চতুর্থ উইকেটে সাকিবকে নিয়ে ১৪৪ রানের জুটি গড়েন তামিম। সাব্বির রহমান করেছেন ৫৪ রান।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।