তামিম-সাকিবে বড় সংগ্রহের পথে বাংলাদেশ


প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৫ মার্চ ২০১৭

ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ। সাব্বির আর মুশফিককে দ্রুত হারিয়ে ফেললেও তামিম-সাকিবে দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৩৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৪।

দারুণ ছন্দেই ছিলেন তামিম ইকবাল এবং সাব্বির রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও হাসল দুজনের ব্যাট। দুজনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। সাব্বিরের চতুর্থ এবং তামিমের ৩৫তম হাফ সেঞ্চুরি। তবে ফিফটির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না। গুণারত্নের বলে উপুল থারাঙ্গার হাতে ক্যাচ তুলে দেন। সাজঘরে ফেরার আগে ৫৬ বলে ১০টি চারের সাহায্যে ৫৪ রান করেছেন সাব্বির। তামিম রয়েছেন সেঞ্চুরির পথে।

সাব্বিরের পরিবর্তে ব্যাট করতে নামা মুশফিকুর রহীমের বিদায়টাও হলো দ্রুত। লাকসান সান্দাকানের বলে ফিরতি ক্যাচ দিয়ে তিনি ফিরে গেছেন। নামের পাশে যোগ করতে পেরেছেন মোটে ১ রান। সাব্বির-মুশফিকের বিদায়ে উল্টো চাপে বাংলাদেশ।

Vision

এ রিপোর্ট লেখার সময় তামিম ব্যাট করছেন ৮৮ রান নিয়ে। সাকিব আল হাসান রয়েছেন ৩৩ রানে।

এর আগে শনিবার ডাম্বুলায় টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ২৯ রানের জুটিও গড়েন তারা। তবে সুরাঙ্গা লাকমালের বলে ধরাশায়ী হন সৌম্য। অফস্ট্যাম্পের অনেক বাইরের বল অযথাই খোঁচা মারতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে আসেন এ ওপেনার।

এ ম্যাচে অভিষেক হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ তারকা খ্যাত মেহেদী হাসান মিরাজের। টেস্ট ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করার সুবাদে এবার ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হয় তার। বাংলাদেশের ১২৩তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে মিরাজের মাথায় টুপি পরিয়ে দেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।