তামিমের ৩৫তম হাফ সেঞ্চুরি


প্রকাশিত: ১১:১৩ এএম, ২৫ মার্চ ২০১৭

দলের সিনিয়র ব্যাটসম্যান হিসেবে দায়িত্বটা একটু বেশিই ওপেনার তামিম ইকবালের ওপর। দলকে লড়াকু সংগ্রহ এনে দিতে হলে তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকে পুরো বাংলাদেশ। নিজের দায়িত্ব অনুভব করেই শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাটিং করছেন তিনি। ইতোমধ্যেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩৫তম হাফ সেঞ্চুরি।

ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে সৌম্য সরকারকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তামিম। ২৯ রানের জুটি গড়ার পর বিদায় নেন সৌম্য। এরপর সাব্বির রহমানকে নিয়ে দলের হাল ধরেন তামিম। দুর্দান্ত এক জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন তিনি। ৯০ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান।

Vision

এরপর ১ রান যোগ করতে সাব্বির ও মুশফিকের বিদায়ে উল্টো চাপে পড়ে বাংলাদেশ। এরপর সাকিবকে নিয়ে ইনিংস মেরামতের কাজে লেগে যান তামিম। একপ্রান্তে নিজের স্বাভাবিক ব্যাটিং চালিয়ে যান তিনি। তুলে নেন ক্যারিয়ারের ৩৫তম হাফসেঞ্চুরি।

তবে এদিন নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিং করেন তামিম। নিজের হাফসেঞ্চুরি স্পর্শ করেছেন ৭৬ বলে। এর মধ্যে বাউন্ডারি ছিল ৬টি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮ রানে অপরাজিত তিনি। এ সময় বাংলাদেশ দলের সংগ্রহ ৩ উইকেটে ১৪৭ রান।

আরটি/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।