ওয়ানডেতে মিরাজের অভিষেক


প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৫ মার্চ ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে সবার কৌতূহলি অপেক্ষা, স্পিনার কোটায় খেলবেন কে? মেহেদী হাসান মিরাজ নাকি সানজামুল ইসলাম নয়ন। যেহেতু দুজনার কেউই আগে কখনো ওয়ানডে খেলেননি, তাই যেই খেলুন না কেন একজনের অভিষেক হবেই। এখন অভিষেকটা কার হবে, বাঁহাতি স্পিনার সানজামুলের নাকি অফস্পিনার মিরাজের?

Babuএদিকে জাগো নিউজের পাঠকরা আগেই জেনে গিয়েছিলেন সানজামুল নয় মিরাজেরই অভিষেক হচ্ছে। অবশেষে তাই দেখা গেল। বাংলাদেশের ১২৩তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে মিরাজের মাথায় টুপি পরিয়ে দেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ। মূলত লঙ্কান ব্যাটিং অর্ডারে চার-পাঁচজন বাঁহাতি। এর মধ্যে টপ অর্ডারে উপল থারাঙ্গা, বিরাকোডির মতো উইলোবাজও বাঁহাতে ব্যাট করেন। তাই অনেক ভেবেচিন্তে বাঁহাতি সানজামুলকে বাইরে রেখে সম্ভবত ডানহাতি অফব্রেক বোলার মিরাজকে খেলানোর সিদ্ধান্ত।

সাকিব আল হাসানের সঙ্গে খুলনার এ ২০ বছর বয়সী যুবাকেই হয়তো স্পিন আক্রমণ সামলাতে দেখা যাবে। টিম কম্বিনেশন আগেই মোটামুটি ঠিক সাত ব্যাটসম্যান। তিন পেসার আর অলরাউন্ডার সাকিবকে ব্যাটসম্যানের পাশাপাশি স্পিনার ধরে দুই স্পিনার। সাত ব্যাটসম্যান কোটায় কারা খেলবেন, তা নিয়ে কোনো সংশয় নেই। দ্বিতীয় স্পিনার ঠিক করার পাশাপাশি মাশরাফি ও মোস্তাফিজের সঙ্গে তৃতীয় সিমার হিসেবে কাকে খেলানো হবে, তাসকিন না শুভাশিস- তা নিয়ে খানিক সংশয় ছিল। শুভাশিস একটু শারীরিক সমস্যার কারণে শুক্রবার শেষ প্র্যাকটিস সেশনে বোলিং-ব্যাটিং বা ফিল্ডিং কিছুই করেননি। একদম শেষ মুহূর্তের খবর- তৃতীয় পেসার হিসেবে মাঠে নামতে যাচ্ছেন তাসকিন আহমেদ।

Vision

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

এআরবি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।