জিততে হলে সব বিভাগে ভালো করতে হবে : মাশরাফি


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৪ মার্চ ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে কাল শুরু হচ্ছে টাইগারদের ওয়ানডে মিশন। সাম্প্রতিক সময়ে এ সংস্করণে দারুণ খেলছে বাংলাদেশ। দলের ব্যাটিং লাইন আপও বেশ লম্বা, পাশাপাশি অভিজ্ঞও বটে। তাই লঙ্কা জয়ের মিশনে ব্যাটসম্যানদের থাকবে অন্যতম ভূমিকা। তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মতে, শুধু ব্যাটিং নয়- জিততে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে।

Babuশুক্রবার ডাম্বুলায় মাশরাফি বলেন, ‘আমাদের ব্যাটিং লাইনটা বেশ দৃঢ়। তবে ওয়ানডে জিততে চাইলে তিন বিভাগেই ভালো খেলতে হবে। সব মিলিয়ে, শুধু ব্যাটিং নয়, সব বিভাগেই লঙ্কানদের বিপক্ষে ভালো খেলতে হবে। ওদের দলে কিন্তু বেশ কয়েকজন বোলারও আছে। সব দিকেই তাই নজর রাখতে হবে।’

মাশরাফির লক্ষ্য- পরিকল্পনা অনুযায়ী খেলা। শ্রীলঙ্কার দলটি তরুণ হলেও বেশ পরিপক্ক বলে জানান তিনি, ‘ওদের ওয়ানডে বা টি-টোয়েন্টি দল বেশ পরিপক্ক। বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে। এক সময় আমাদের দলেও ছিল। যারা এখন অভিজ্ঞ হয়েছে। কাজটা সহজ হবে না। যেভাবে লোকে মনে করছে, তেমন হবে না। আমাদের সতর্ক থাকতে হবে। শুরু থেকেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।’

Vision

তবে মাঠে নামার আগে আলোচনায় উইকেট কেমন হবে। মাশরাফির ভাষায়, ‘উইকেট নিয়ে আসলে বলা কঠিন। অনেক আগে দেখেছি। দেখে বেশ ভালো মনে হচ্ছে। কিন্তু পরে কেমন হবে, সেটা ধারণা করা কঠিন। আমাদের মানসিকভাবে সব কিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে। সত্যিকার অর্থে, দেখে ব্যাটিং উইকেট মনে হচ্ছে। দ্বিতীয় ইনিংসে কী হবে, বা প্রথম ইনিংসে পেসাররা সুবিধা পাবে কিনা, সেটা বলা কঠিন।’

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।