নিউজিল্যান্ডের আক্ষেপ ঘোচাতে চান মাশরাফি


প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৪ মার্চ ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার। নিউজিল্যান্ড সফরের পর এটিই মাশরাফিদের প্রথম ওয়ানডে। বিদেশের মাটিতে খেলা। নিজেদের সেরা খেলাটা উপহার দিতেই প্রস্তুত টাইগাররা।

Babuপ্রথম ওয়ানডে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাবধানী বাণী উচ্চারিত হচ্ছে টাইগার শিবিরে। একমাত্র প্রস্তুতি ম্যাচে লঙ্কান পেসিডেন্ট একাদশের বিপক্ষে লড়াই করার পর ২ রানে হেরে গেছে সফরকারীরা। এজন্য সাবধানে পা ফেলার বিকল্প ভাবছেন না টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

তার জানা। শ্রীলঙ্কার টেস্ট দলের চেয়ে ওয়ানডে দলটা ভালো। ভালো দল রয়েছে টি-টোয়েন্টিতে। অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করে এসেছে তরুণ লঙ্কান দলটি। তার ওপর ঘরের মাঠে খেলবেন উপুল থারাঙ্গারা। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশানের বিদায়ের পর কিছুটা ব্যাকফুটে লঙ্কান দলটি। তবে হালকা করে নেয়ার পক্ষে নন মাশরাফি।

এদিকে প্রস্তুতি ম্যাচে হারলেও ওয়ানডে সিরিজটা জয় দিয়েই শুরু করতে চাইবেন টাইগাররা। জয়ে শুরু করতে পারলে সিরিজ জয়টাও সহজ হবে। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। বাকি ম্যাচেও খেলা যাবে সাবলীলভাবে। তাই প্রত্যেকটি ম্যাচকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক।

তাছাড়া দেশের মাটিতে ভালো করার পর নিউজিল্যান্ড সফরে গিয়ে সবকটি ম্যাচ হেরে যায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ভালো শুরু করেও শেষটা ভালো হয়নি টাইগারদের। এই আক্ষেপ ঝরল মাশরাফির কণ্ঠে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ভুল আর নয়। আক্ষেপ ঘোচাতে চান বাংলাদেশ অধিনায়ক।

Vision

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে আমরা ভালো শুরু করলেও শেষটা সেভাবে পারিনি। প্রতিটি টুর্নামেন্ট বা সিরিজে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। স্কোয়াডে মিরাজ এসে যোগ দিয়েছে। বৈচিত্র আছে স্কোয়াডে। আমরা সম্ভাব্য সেরা দলটা বানাবো।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।