‘মেসিই বিশ্বসেরা’


প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৩ মার্চ ২০১৭

শেষ আট-নয় বছর ধরে ঘুরেফিরে একই প্রশ্ন, কোন ফুটবলার সেরা? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? নানা মুনির নানা মত। তাবৎ রথী-মহারথীরা নিজেদের মতো করে মত দিচ্ছেন। তবে আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার হারনান ক্রেসপো সরাসরি মেসিকেই সেরা মানছেন।

মেসির প্রশংসা ক্রেসপো বলেন, ‘মেসি স্বভাবতই মেসি। তার বিশেষণের প্রয়োজন হয় না। মেসিই বিশ্বসেরা। গত দশ বছর ধরে ফুটবল বিশ্বে দাপিয়ে খেলছে সে।’

গঞ্জালো হিগুয়াইনকে নিয়ে ক্রেসপো বলেন, ‘জাতীয় দলে কিছুটা খারাপ সময় পার করেছে হিগুয়াইন। কয়েক ম্যাচে গোল পায়নি সে। তবে আর্জেন্টিনা দলে অন্যতম সেরা স্ট্রাইকার হিগুয়াইন।’

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার ভোর ৫টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।