টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১২ পিএম, ২৩ মার্চ ২০১৭

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় লাহোরে, ৫ মার্চ। শিরোপা নির্ধারণী ম্যাচটি সফলভাবেই আয়োজন করতে সক্ষম হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড! নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও ওই ম্যাচে বিদেশি ক্রিকেটারদের হাজির করে তারা। বিদেশিদের তালিকায় ছিলেন বাংলাদেশের এনামুল হক বিজয়ও।

বলার অপেক্ষা রাখে না যে, ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পিসিবি। টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে তারা। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটা আয়োজন করতে চায় মে মাসে। এরপর জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা ডনের তথ্যানুযায়ী, ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় পাকিস্তান। এরই ধারাবাহিকতায় মে মাসে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। পিএসএলের ফাইনাল সফলভাবে আয়োজন করার পর বড় দলগুলোকে আমন্ত্রণ জানায় তারা।

২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে খেলতে যাচ্ছে না বড় দলগুলো। তবে ঘরের মাঠে জিম্বাবুয়ে, কেনিয়া ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করেছিল পিসিবি। এবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে তারা। দেখা যাক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাড়া দেয় কিনা!

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।