বিশ্বকাপজয়ী পোডলস্কির ‘রাজকীয়’ বিদায়


প্রকাশিত: ১১:২৬ এএম, ২৩ মার্চ ২০১৭

ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানি। ওই টুর্নামেন্টে জার্মান দলের অন্যতম সদস্য ছিলেন লুকাস পোডলস্কি। ৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন। জার্মানি জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে।

বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলেছেন পোডলস্কি। জাতীয় দলের হয়ে এটাই ছিল তার শেষ ম্যাচ। বিদায়টা রাঙিয়ে তুলেছেন জার্মান এই ফরোয়ার্ড। ইংলিশদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে জার্মানি। আর ওই জয়সূচক গোলটিই করেছেন পোডলস্কি।

বিদায়বেলা এর চেয়ে আর ভালো কী হতে পারে! বিশ্বকাপজয়ী পোডলস্কির ‘রাজকীয়’ বিদায় হলো। এমন বিদায়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জার্মানি। পোডলস্কির হাতে তুলে দিয়েছে ক্রেস্টও। সতীর্থরাও তাকে ভুলবেন না। মেসুত ওজিল যেমন টুইটার পেজে লিখেছেন, ‘শুভকামনা থাকল। আমরা তোমাকে ভুলব না।’

প্রসঙ্গত, প্রায় ১২ বছর জার্মান জাতীয় দলের হয়ে খেলেছেন পোডলস্কি। খেলেছেন ১৩০টি ম্যাচ। গোল করেছেন ৪৯টি। পোডলস্কির আগে গত আগস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন জার্মান ফুটবল দলের অধিনায়ক বাস্তেইন শোয়েনস্টাইগার।

এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।