ভুয়া ডিগ্রি পরীক্ষার্থীর জেল, বহিষ্কার ৯


প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

নেত্রকোনার কেন্দুয়ায় জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ডিগ্রি পরীক্ষার প্রথমদিনে এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের জেল দেয়া হয়েছে। একই ঘটনায় আরো ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষায় ফয়সাল জাহানের প্রক্সি দিতে গিয়ে তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজের ছাত্র রায়হানুজ্জামান রবিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই কেন্দ্রে আরো নয়জনকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হচ্ছেন, মো. শফিকুল ইসলাম, সৈয়দ সাহিদ উদ্দিন, পারভিন আক্তার, নেলী আক্তার, মো. মাজহারুল ইসলাম, এম ফয়সল জাহান, এস.এম মাহমুদুল ইসলাম।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জাগোনিউজকে জানান, ডিগ্রি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। অন্য একজন ভুয়া পরিক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এমজেড/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।