প্রস্তুতি ম্যাচে লক্ষ্য পূরণ হয়েছে আমাদের : সাব্বির


প্রকাশিত: ০২:১৭ পিএম, ২২ মার্চ ২০১৭

প্রস্তুতি ম্যাচের ফলাফলটা কখনোই খুব বেশি ধর্তব্যের মধ্যে আনা হয় না। শততম টেস্টে অবিস্মরনীয় জয়ের পর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও যে খুব গুরুত্বের সাথে নিয়েছিল তা বলা যাবে না। তাহলে নিশ্চয়ই তামিম, সাকিব ও মোস্তাফিজেরমত তিন ট্রাম্পকার্ডকে বাইরে রেখে মাঠে নামা হতো না বাংলাদেশের। তারপরও খেলায় জয় পরাজয় থাকবেই। সে নিয়ম মেনে ৩৫৫ রান তাড়া করতে গিয়ে ৩৫২ রান করেছে বাংলাদেশ। হেরেছে ২ রানে।

Babuপরিসংখ্যানের পাতায় লেখা থাকবে শ্রীলঙ্কান বোর্ড সভাপতি একাদশের কাছে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে ২ রানে হেরেছে বাংলাদেশ; কিন্তু খেলার যা চালচিত্র ছিল, তাতে চার-পাঁচজন শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেটার নিয়ে গড়া স্বাগতিক দলের কাছে হার মোটেই গ্লানির নয়। তাই খেলা শেষে বাংলাদেশ শিবিরে হতাশার বদলে খানিক স্বস্তির পরশ। কারণ, ব্যাটসম্যানরা সবাই ব্যাট হাতে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিতে পেরেছেন।

দলের হয়ে সর্বোচ্চ (৭২) রান করা সাব্বির রহমান রুম্মন খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘ফলাফলে হয়তো লেখা হবে আমরা হেরেছি। তবে আমাদের নৈতিক জয় হয়েছে। কয়েকজন ফ্রন্টলাইন পারফরমারছাড়া ৩৫৪ রানের পিছু ধেয়ে তিনশ পঞ্চাশের বেশি রান করা চাট্টিখানি ব্যাপার নয়।’

Vision

সাব্বিরদের লক্ষ্য ছিল প্রস্তুতিটা কেমন হয়েছে সেটা পরখ করে দেখা। এ কারণেই তিনি বললেন, ‘আমরা চেয়েছিলাম একটা পরিপূর্ণ প্রস্তুতি। দিন শেষে সেই প্রস্তুতি কেমন হলো, সেটাই আমাদের কাছে মূখ্য বিষয়।’

পুরোপুরি ব্যাটিং বান্ধব উইকেটে সকালে টস জিতে মাশরাফির বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সাব্বির বলেন, ‘সকালে মাশরাফি ভাই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। আমরা জেনে-বুঝেই এই উইকেটে আগে বোলিং করেছি। আমরা বোলিং নিয়ে অসন্তুষ্ট না। এটা সাড়ে তিনশরই উইকেট। ব্যাটসম্যানদের স্বর্গ। শেষ পর্যন্ত ব্যবধান ২ রানের থাকলেও আমাদের লক্ষ্য পূরণ হয়েছে।’

ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ের প্রশংসা করে সাব্বির বলেন, ‘সৌম্য, মোসাদ্দেক, রিয়াদ ভাই এবং নিচে মাশরাফি ভাই দারুণ ব্যাটিং করেছেন। মাশরাফি ভাইয়ের ঝড়ো ব্যাটিংয়ের কারণেই আমরা জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলাম।’

মাহমুদউল্লাহ রিয়াদ এবং নিজের ব্যাটিং সম্পর্কে সাব্বির বলেন, ‘রিয়াদ ভাই তার জাত চেনালেন। তিনি অনেক বড় ব্যাটসম্যান, সেটা দেখিয়ে দিলেন। আমার সামনে সুযোগ ছিল আরও বড় ইনিংস খেলার; কিন্তু তা হয়নি। ওয়ানডে সিরিজে এত দুর যেতে পারলে ইনশাআল্লাহ দলকে জিতিয়েই মাঠ ছাড়বো।’

আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।