চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আসছে স্পিন কোচ!


প্রকাশিত: ১১:৪৭ এএম, ২২ মার্চ ২০১৭

শ্রীলঙ্কা সিরিজের মাঝেই আসবে স্পিন কোচ; কদিন আগে এমন কথাই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন সে ভাবনা থেকেও সরে এসেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নতুন করে ঘোষণা দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই স্পিন কোচ আনার চেষ্টা করবে। বুধবার এ তথ্য জানান বিসিবির পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্পিন কোচ নিয়োগের ব্যাপারে আকরাম বলেন, ‘আমাদের স্পিন কোচ প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ভারত টেস্ট চলাকালীন বলেছিলাম সুনিল যোশির কথা। কিন্তু ও ছুটি না পাওয়ায় যেতে পারেনি। আমরা চেয়েছিলাম শ্রীলঙ্কা সফরেই একজন স্পিন কোচ থাকুক। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই স্পিন কোচ নেয়ার একটা সম্ভবনা আছে।’

ভারতে টেস্ট চলাকালীন সময়ে স্পিন কোচ হিসেবে ভারতীয় সাবেক স্পিনার সুনিল যোশির কথা নিশ্চিত করেছিল বিসিবি। তবে এখন জানা যাচ্ছে তিনিও নিশ্চিত নন। আকরাম খানের কথায় ফুটে ওঠে তা, ‘আমরা দুই-তিনটা নাম রেখেছি। তবে আমরা বসে এটা সিদ্ধান্ত নেবো। যে ভালো হবে তাকেই আমরা নেয়ার চেষ্টা করবো। আমরা বসে দেখবো কে ভালো। পরে তাকে আমরা নেয়ার চেষ্টা করবো।’

এদিকে বেশ কিছুদিন থেকেই গুঞ্জন ছিল ফিল্ডিং কোচ হিসেবে আসছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডস। তবে স্থায়ী নয় সাময়িকভাবে কিছুদিনের জন্য আসবেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে স্বল্প মেয়াদে ঢাকায় আসবেন বলে জানান আকরাম খান। তবে ঢাকায় শুধু জাতীয় দল নয় এইচপি, ‘এ’ দল ও বয়সভিত্তিক ক্রিকেটাররাও তার অধীনে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাচ্ছেন।

‘আর জন্টি রোডস কিছু সময়ের জন্য আমাদের এখানে আসবে। হয়তো ওর সময় দেখে আমরা সেভাবে ঠিক করবো। ও শুধু জাতীয় দল না, বাংলাদেশের প্রতিটা দল যেমন একাডেমি আছে, হাই পারফরম্যান্স টিম আছে, এ টিম আছে, সবাই যেন সুবিধাটা পায় সেই জিনিসটা আমাদের মাথায় আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই হয়তো আমরা চেষ্টা করবো।’

উল্লেখ্য, রুয়ান কালপাগেকে স্পিন কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয় গত আগস্টেই। এরপর থেকে আসি আসি করে দিন একের পর এক সিরিজ চলে গেলেও স্পিন কোচের দেখা পাননি টাইগাররা। এখন দেখার বিষয়- চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরের আগে স্পিন কোচ পান কিনা সাকিব-তাইজুলরা।

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।