সাকিবকে পেছনে ফেললেন তামিম
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শতক হাকানোর পর ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক এখন তামিম ইকবাল। পাশাপাশি এবার সাকিব আল হাসানকে পেছনেও ফেললেন তিনি।
১৪২ ওয়ানডেতে ৪ হাজার ২৫৭ রান নিয়ে শীর্ষে উঠেছেন তামিম। আর ১৪৮ ওয়ানডেতে ৪ হাজার ২০৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। রানে শীর্ষে উঠার লড়াইয়ে সাকিব আল হাসান ও তামিম ইকবালের লড়াইটা ভালোই জমে উঠেছে।
৪ হাজার ১২৫ রান নিয়ে সাকিবের (৪ হাজার ১৭৩) পেছনে থেকে শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামেন তামিম।
দারুণ এক শতকের ইনিংস খেলে সাকিবকে পেছনে ফেলেন তামিম। ওয়াহাব রিয়াজের বলে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দেওয়ার আগে ১৩২ রান তোলেন এই মারকুটে ব্যাটসম্যান। ১৩৫ বলের ইনিংসটি তামিম সাজান ১৫টি চার ও ৩টি ছক্কায়। বাংলাদেশকে ওয়ানডে সর্বোচ্চ স্কোর (৩২৯/৬) এনে দেওয়ায় দারুণ অবদান রাখেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।
বাংলাদেশের ইনিংসের ৪২তম ওভারের চতুর্থ বলে তামিমের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব। দেশসেরা এই অলরাউন্ডার শুরু থেকে দ্রুত রান তুলতে থাকেন। ওয়াহাবের বলে এলবিডব্লিউ হওয়ার আগে এই বাঁহাতি ব্যাটসম্যান ২৭ বলে করেন ৩১ রান। সাকিবের ইনিংসটি ৪টি চারে গড়া।
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।
একে/পিআর