কানায় কানায় পরিপূর্ণ স্টেডিয়াম


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৭ এপ্রিল ২০১৫

সাইদ আরমান ও শিমুল রহমান, প্রেস বক্স থেকে: বাংলাদেশ-পাকিস্তানের প্রথম ম্যাচেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এখন কানায় কানায় পরিপূর্ণ। আর পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচকে ঘিরে ঢাকায় উৎসাহ উদ্দীপনার শেষ নেই।

মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে আশপাশের এলাকায় ছিল উৎসবের আমেজ। হাজার হাজার দর্শক সকাল থেকেই জড়ো হয় স্টেডিয়ামের বাইরে।

গায়ে বাংলাদেশ দলের জার্সি, মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে দলে দলে মানুষ স্টেডিয়ামের দিকে ছুটেছেন। এদের বেশির ভাগই আজ বাংলাদেশ দলের জয় ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না ।

তবে আজকের ম্যাচকে ঘিরে স্টেডিয়াম অঞ্চলে ছিল ব্যাপক নিরাপত্তা। ব্যাপক তল্লাশির পর দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে দেয়া হয়।

স্টেডিয়ামে ঢোকার টিকিট না থাকলেও বহু মানুষ এসেছিলেন বাংলাদেশ দলের শুভ কামনায়। টিকিট সংগ্রহ করতে না পারার যে বেদনা সেটি ভুলে যেতেই স্টেডিয়ামের বাইরে তারা জড়ো হয়েছেন।

এমআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।