সাকিব-তামিমকে পেশোয়ার জালমির অভিনন্দন


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২০ মার্চ ২০১৭

সাকিব-তামিমের দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করে নিজেদের শততম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আর শততম টেস্টে জয়ের পর প্রশংসায় ভাসছে পুরো বাংলাদেশ দল। এবার পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দল পেশোয়ার জালমি নিজ দলের দুই খেলোয়াড় সাকিব-তামিমের দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসা করে এক টুইট করেছে।

সাকিব-তামিমকে অভিনন্দন জানিয়ে টুইট বার্তায় লেখেন, `শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে সাকিব-তামিমের দুর্দান্ত পারফরমেন্সের জন্য অভিনন্দন।`

saবাংলাদেশের শততম টেস্টের ঐতিহাসিক জয়ের সবচেয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশের দুই সেরা পারফরমার তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে করেছিলেন ৪৯ রান। দ্বিতীয় ইনিংসে তো বলতে গেলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে তামিম একাই জিতিয়েছেন বাংলাদেশকে। এরই পুরস্কার স্বরূপ হিরো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা উঠেছে তামিম ইকবালের হাতেই।

তবে তামিমের চেয়েও বড় স্বীকৃতি পেয়ে গেলেন সাকিব আল হাসান। দুই টেস্ট মিলিয়ে সাকিব করেছেন ১৬২ রান। উইকেট নিয়েছেন ৯টি। সুতরাং, বিচারকদের দৃষ্টিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে সেরা হয়েছেন সাকিব আল হাসান।

এমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।