মুশফিকদের অভিনন্দন প্রথম টেস্টের অধিনায়ক দুর্জয়ের


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৯ মার্চ ২০১৭

শ্রীলঙ্কার কলম্বোয় শততম টেস্টে অবিস্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। এমন এক জয়ের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন। রোববার বিকালে মানিকগঞ্জের হরিরামপুরে একটি স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে বাংলাদেশের শততম টেস্টে জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতার মাসের এই অর্জন বর্তমান সরকারের আরেকটি সফলতা।’

মুশফিকদের শততম টেস্টে জয়ের বিষয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানানোর সময় দুর্জয় বলেন, ‘বাংলাদেশের জয়ের পর স্বয়ং প্রধানমন্ত্রী মুশফিক-সাকিবকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।’

এ সময় মানিকগঞ্জের এ এমপি জানান, ‘প্রথম টেস্টে প্রধানমন্ত্রীর যতটুকু উৎসাহ-উদ্দীপনা দেখে ছিলাম শততম টেস্টেও তেমনি উদ্দীপনা দেখতে পেলাম।’

বাংলাদেশের জয় সম্পর্কে সাবেক এই অধিনায়ক বলেন, ‘দলে কিছু মেধাসম্পন্ন ক্রিকেটার আছে বলেই বাংলাদেশের এমন জয় সম্ভব হয়। টিমওয়ার্কের সঙ্গে টেস্ট ম্যাচ যে স্টাইলে খেলতে হয় সেটা বাংলাদেশের ক্রিটেকারদের রয়েছে।’

এ সময় দুর্জয় জানান, শিগগিরই তার নেতৃত্বে দেশের প্রথম টেস্ট ও শততম টেস্টের সব খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে একটি মিলনমেলার আয়োজন করা হবে। তিনি এই বিজয়ে সব খেলোয়াড়কে অভিনন্দন জানান এবং এর ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।

আএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।