সাকিব-মুশফিক জুটিই বাংলাদেশের সেরা


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৯ মার্চ ২০১৭

বাংলাদেশ ক্রিকেট দলের আরও একটি নতুন রেকর্ড গড়লেন বিশ্ব সেরা সাকিব আল হাসান। তবে এবারের রেকর্ডটার মালিক তিনি নিজে একা নন। দীর্ঘদিনের সঙ্গী অধিনায়ক মুশফিকুর রহীমকে নিয়ে এ রেকর্ড গড়েন তিনি। এ দুই ব্যাটসম্যানের জুটিই এখন বাংলাদেশের সেরা। দেশের পক্ষে সাকিব-মুশফিকের জুটিতে এসেছে সর্বোচ্চ রান।

শততম টেস্টে প্রথম ইনিংসে ৯২ রানের জুটি গড়ে নতুন এ রেকর্ডের দ্বারপ্রান্তে চলে আসেন সাকিব-মুশফিক। ১০ রান দূরে ছিলেন তারা। রোববার চা বিরতিতে যাওয়ার আগে অপরাজিত ১৩ রানের জুটি গড়ে নতুন এ রেকর্ড গড়েন দেশের সেরা এ দুই তারকা। দেশের পক্ষে সর্বোচ্চ ২২৭৮ রান করেছেন তারা। তবে নিজেদের রেকর্ডকে সমৃদ্ধ করার আরও সুযোগ পাচ্ছেন তারা।

Vision

এর আগে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি ছিল তামিম ইকবাল ও ইমরুল কায়েসের। এ দুই ব্যাটসম্যান ২২৭৫ রান করেছেন। তবে আজ সুযোগ এসেছিল নিজেদের রেকর্ডটিকে সমৃদ্ধ করে নেবার। তবে প্রথম বলেই সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস। ফলে কোন রানই যোগ করতে পারেনি এ জুটি।

শততম টেস্টে অনেক মাইলফলকই অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে এক টেস্টে ও টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েন সৌম্য। এ টেস্টেই নিজের শততম ডিসমিসালও করেন উইকেটরক্ষক মুশফিকুর রহীম।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।