বাঁহাতি স্পিনে সেরা পাঁচে সাকিব


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৯ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ক্যারিয়ারের নিজের নামের সঙ্গে আরেকটি মাইলফল যোগ করলেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিন বোলারদের মধ্যে উইকেটের তালিকায় সর্বকালের সেরা পাঁচে জায়গা করে নিলেন টাইগার এই অলরাউন্ডার।

৪৮ টেস্টে ১৭০ উইকেট নিয়ে কলম্বো টেস্ট খেলা শুরু করেন সাকিব। প্রথম ইনিংসে নেন দুই উইকেট। আর দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে ইংল্যান্ডের টনি লককে টপকে শীর্ষ পাঁচে জায়গা করে নেন। বর্তমানে সাকিবের টেস্ট উইকেট এখন ১৭৬টি। আর ৪৯ টেস্টে ১৭৪ উইকেট নিয়ে এত দিন পাঁচে ছিলেন ইংলিশ তারকা লক।

এ তালিকায় ৩৭২ উইকেট নিয়ে সবার উপরে আছেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। ৩৬২ উইকেট নেওয়া ড্যানিয়েল ভেট্টরি আছেন দুইয়ে। আর ২৯৭ উইকেট নিয়ে তিনে ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড। ২৬৬ উইকেট নিয়ে চারে ভারতের বিষেণ সিং বেদি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।