ফিরলেন রাহুল গান্ধী
৫৮ দিন ছুটি কাটিয়ে দিল্লীর কেন্দ্রস্থলে তুঘলক লেনের বাসভবনে ফিরে এসেছেন কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী (৪৪)। বৃহস্পতিবার ফিরে আসেন তিনি। মা ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং পরে বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র তাকে সেখানে দেখতে যান।
রাহুল গান্ধী গত ৫৬ দিন কাজ থেকে বিরত ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি পার্লামেন্টের বাজেট অধিবেশন চলাকালে কংগ্রেস রাহুল গান্ধীর ছুটি ঘোষণা করা হয়।
কংগ্রেস সবসময় বলে আসছে পার্টির বর্তমান বিপর্যয়কর পরিস্থিতি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ করণীয় ঠিক করতে রাহুল গান্ধী কিছুসময় নিজের মতো করে কাটাতে চান। কিন্তু রাহুল গান্ধী কোথায় থাকছেন, কবে ফিরবেন, কংগ্রেসকে প্রতিদিনই এসব প্রশ্নের জবাব দিতে হচ্ছিল।
এদিকে রাহুল গান্ধী ফিরে আসায় প্রতিক্রিয়ায় বিজেপি মুখপাত্র সম্বিৎ পত্র বলেন, রাজনীতিতে পার্ট টাইম বলে কিছু নেই, এটি একটি ফুল টাইম জব।
তবে তিনি এও বলেন, কর্তব্য থেকে দূরে থাকার কারণে রাহুল গান্ধীর লজ্জিত হওয়ার কিছু নেই।
আরএস/আরআইপি