সৌম্য সরকারের নতুন রেকর্ড


প্রকাশিত: ১১:১২ এএম, ১৮ মার্চ ২০১৭

প্রথম ইনিংসেই গড়েছিলেন বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড। এবার আরও একটি রেকর্ড গড়লেন সৌম্য সরকার। এক টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৫টি ক্যাচ নেয়ার কীর্তি গড়েছেন তিনি।

এর আগে এক টেস্টে বাংলাদেশের চারজন খেলোয়াড় -রাজিন সালেহ, মাহমুদউল্লাহ, শামসুর রহমান ও মুমিনুল হক ৪টি করে ক্যাচ নিয়েছিলেন। শনিবার কলম্বোয় সেঞ্চুরিয়ান করুনারত্নের ক্যাচ ধরে সতির্থদের রেকর্ড ভাঙেন তিনি।

তবে নিজের রেকর্ড সমৃদ্ধ করার আরও সুযোগ রয়েছে তার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের উইকেট পড়েছে ৮টি।

Vision

প্রথম ইনিংসে ৪টি ক্যাচ নিয়েছিলেন সৌম্য। এটাই এক ইনিংসে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ ক্যাচ নেয়ার রেকর্ড। এর আগে ৩টি করে ক্যাচ ধরেছিলেন –আল শাহরিয়ার রোকন, আমিনুল ইসলাম বুলবুল, রাজিন সালেহ ও মাহমুদউল্লাহ।

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ৭টি ক্যাচ নিয়েছেন সৌম্য। এর ৫টিই কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৩টি ক্যাচ ধরে সবার উপরে আছেন মাহমুদউল্লাহ। তাকে ছাড়িয়ে যেতে পারি দিতে হবে বহুদূর।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ ৮টি নেয়ার রেকর্ড আজিঙ্কা রাহানের। ২০১৫ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে গলে অনন্য এই কীর্তি গড়েছিলেন ভারতীয় এই ফিল্ডার।

আরটি/এনইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।