শ্রীলঙ্কা যাচ্ছেন আবুল হাসান ও সাইফউদ্দিন


প্রকাশিত: ১০:১৫ এএম, ১৮ মার্চ ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২৫ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বুধবার (২২ মার্চ) ডাম্বুলায় একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন টাইগাররা। আর এ ম্যাচের জন্য শ্রীলঙ্কা উড়ে যাচ্ছেন দুই পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও আবুল হাসান রাজু। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

মূলত টেস্ট সিরিজ খেলা যে ক্রিকেটারদের বিশ্রাম দিতেই তাদের নেয়া হচ্ছে বলে জানান নান্নু, ‘আমরা রাজু ও সাইফউদ্দিনকে শ্রীলঙ্কায় পাঠাচ্ছি। রোববার যাবে ওরা। টেস্ট সিরিজে যারা খেলছে তাদের কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে প্রস্তুতি ম্যাচে। টিম ম্যানেজমেন্টের চাওয়ায় ওদের পাঠানো হচ্ছে।’

এদিকে ভবিষ্যৎ তারকা খুঁজতে আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইমার্জিং টিম এশিয়া কাপ। এ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলে আছেন সাইফ ও রাজু। তবে প্রস্তুতি ম্যাচ খেলেই দলের সঙ্গে যোগ দিনে এ দুই অলরাউন্ডার।

আরটি/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।