পিএসএল ফিক্সিংয়ে পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:১৩ এএম, ১৮ মার্চ ২০১৭

পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগ পিএসএল শুরুর আগেই ফিক্সিং নিয়ে তোলপাড় শুরু হয়। শুরুর পরপরই ফিক্সিংকাণ্ডে জর্জরিত পিএসএল। এবার পঞ্চম পাকিস্তানি হিসেবে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন করাচি কিংসের ব্যাটসম্যান শাহজাইব হাসান।  

এদিকে শাস্তির বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে ১৪ দিন সময় পাচ্ছেন ওপেনার শাহজাইব। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিএলের এবারের আসরে ঝড় তুলেছিল স্পট ফিক্সিং কেলেঙ্কারি। দুবাই থেকে ফেরত পাঠানোর পর ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা শারজিল খান ও খালিদ লতিফ সাময়িক নিষেধাজ্ঞার আওতায় পড়েন। নাসির জামশেদকে গ্রেফতার করেছিল যুক্তরাজ্য পুলিশ।  এরপর নিষিদ্ধ হন দীর্ঘদেহি পেসার ইরফান খান।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।