প্রাণ-এর জার্সিতে অনুশীলনে টাইগাররা


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ১৬ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে নিবিড় অনুশীলন করছে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের ফলে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে অনুশীলনে ফিরেছেন তামিম-সাব্বির-নাসিররা। দলের স্পসর দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ এর ব্র্যান্ড প্রাণ ফ্রুটো দেখা যাচ্ছে তাদের বুকে।



এদিকে প্রস্তুতি ম্যাচে অংশ নেয়ায় বুধবার তামিম-মুমিনুল ও সাব্বির ছাড়া বাকিরা হাজির কোচ চান্ডিকা হাথুরুসিংহের পাঠশালায়। আইপিএলে খেলে সোমবার দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য টাইগারদের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব।

বিশ্বকাপে বাংলাদেশের দারুণ পারফরমেন্স দলের ওপর প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এরই মধ্যে বেশ ক`জন টাইগার ক্রিকেটার, আজহার আলীর দলের বিপক্ষে বাংলাদেশকেই ফেভারিট মানছেন। কিন্তু ছাত্রদের সাথে একমত নন কোচ।



অনুশীলনের ফাকে টাইগার কোচ সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, দল ভারসাম্যপূর্ণ হয়েছে। তাই মাঠে সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে পারলে, সম্ভব যে কোনো কিছুই।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।