অল্পের জন্য প্রাণে বাঁচলেন ধোনি


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৭ মার্চ ২০১৭

ঝাড়খণ্ডের হয়ে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল খেলতে দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন ধোনিসহ পুরো দল। তবে সকাল বেলা ধোনিদের ওই হোটেলে আগুন লেগেছিল। খেলোয়াড়রা নিরাপদে বের হয়ে আসতে পারলেও তাদের ক্রীড়াসামগ্রী সব আগুনে পুড়ে গেছে।

dhoniদিল্লির ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল সাড়ে ছয়টায় ওয়েলকাম হোটেলে আগুন লেগেছিল। এক ঘণ্টা পর সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। আর অগ্নিকাণ্ডে ধোনিও আটকা পড়েছিলেন বলে প্রাথমিক খবরে বলা হয়েছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণকারীরা ধোনিদের নিরাপদেই হোটেল থেকে বের করে আনতে পারলেও দলের সব ক্রীড়া সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুর্ঘটনার পর সেমিফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে বিজয় হাজারে ট্রফির। এখনো আনুষ্ঠানিকভাবে পরবর্তী সূচি জানানো হয়নি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।