হেরাথকে টপকে গেলেন সাকিব


প্রকাশিত: ০৪:১১ এএম, ১৭ মার্চ ২০১৭

আন্তর্জাতিক ক্যারিয়ারের নিজের নামের সঙ্গে আরেকটি মাইলফল যোগ করলেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনে ক্রিকেটের তিন ফরমেটে  উইকেট সংগ্রহের তালিকায় হেরাথকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন টাইগার এই তারকা।

কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরত পাঠান সাকিব। কাকতালীয়ভাবে এই উইকেটটিই সাকিবকে উঠিয়ে দিয়েছে রঙ্গনা হেরাথের ওপরে। সব ফরম্যাটে ১৬৮টি ম্যাচ খেলা হেরাথের উইকেটসংখ্য ৪৫৮টি। আর সাকিবের উইকেট সংখ্যা ৪৫৯টি।

তিন ফরম্যাট মিলে সবার ওপরে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। ৪৪২টি ম্যাচ খেলে তিনি পেয়েছেন ৭০৫ উইকেট। আর দ্বিতীয় স্থানে থাকা সাকিব ২৭২টি ম্যাচ খেলে পান এই ৪৫৯ উইকেট।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।